Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৬, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২০, ৩:৫৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি


২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার, ১১:৪০  এএম

বহুমাত্রিক ডেস্ক


চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

ঢাকা : চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন লিওনেল মেসি। কবে ফিরবেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।

নতুন মৌসুমে দলে ফিরে গত ৫ অগাস্ট প্রথম অনুশীলনেই পায়ে চোট পেয়ে এক মাসের বেশি সময় বাইরে ছিলেন মেসি। এরপর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লিগ ম্যাচে বদলি হিসেবে খেলেন বার্সেলোনা অধিনায়ক।

আর গত মঙ্গলবার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন তিনি। ওই ম্যাচের প্রথমার্ধেই কুঁচকিতে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন তারকা।

ম্যাচ শেষে ভালভার্দে অবশ্য মেসির চোট গুরুতর নয় বলে আশার কথা শুনিয়েছিলেন। তবে একটা শংকা তো ছিলই। শুক্রবার সংবাদ সম্মেলনে ভালভার্দের কথায় সেটাই সত্যি হল।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।