Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ ফাল্গুন ১৪২৬, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চীনে ভূমিধসে নিখোঁজ ১৭


১৬ আগস্ট ২০১৯ শুক্রবার, ১০:৫০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


চীনে ভূমিধসে নিখোঁজ ১৭

দক্ষিণ পশ্চিম চীনে শুক্রবার একটি রেলওয়ের একাংশের ওপর ভূমিধসে কমপক্ষে ১৭ ব্যক্তি নিখোঁজ রয়েছে। রেলওয়েটিতে মেরামত কাজ চলছিল। খবর এ এফপি’র।

খবরে বলা হয়, নিখোঁজ ওই ১৭ ব্যক্তিকে বুধবার রেলওয়ে ট্রাক সংস্কার কাজে নিযুক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিচুয়ান প্রদেশের গানলুন জেলায় অতি দ্রুত এ ভূমিধসের ঘটনা ঘটে।

চায়না রেলওয়ে চেংদু গ্রুপের চেন কুন নামে এক কর্মকর্তা বলেন, ‘একটি ট্রাক ঘটনাস্থল অতিক্রম করে গেলে আমি পাহাড়ের ঢাল অকস্মাৎ আন্দোলিত হতে দেখতে পেয়ে, চিৎকার করে সবাইকে দৌঁড়ে পালাতে বলি।’

খবরে বলা হয়, উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রেলওয়ে ট্রাকের ৭০ মিটার ভূমিধসে চাপা পড়েছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।