Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০, ৯ মে ২০১৯

প্রিন্ট:

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মওদুদ আহমদ

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইট মওদুদকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা মওদুদ।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান জানান, সিঙ্গাপুরে মাইন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লসের অধীনে তার চিকিৎসা করানো হবে।

গত ৫ মে হাইকোর্টে একটি মামলায় হাজিরা দেয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হয়। সেখানে মওদুদ আহমদের স্বাস্থ্যের প্রত্যাশিত উন্নতি না হওয়ায় পরিবার তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেয়।

বহুমাত্রিক.কম