Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ শ্রাবণ ১৪২৭, বুধবার ১২ আগস্ট ২০২০, ১২:২০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গুলশানে মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক


০৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার, ১২:৫৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


গুলশানে মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিদেশি কূটনীতিকরা।বুধবার গুলশান-২ নম্বরে ৩৬ রোডের ৯ নম্বর বাড়িতে সকাল ১০টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাইকমিশনার, কানাডার ডেপুটি হাইকমিশনার এবং ইউএনডিপির আবাসিক সমন্বয়ক অংশ নিয়েছেন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন।

তবে বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।