Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

খিলক্ষেতে সিসা বারের সন্ধান:আটক ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

খিলক্ষেতে সিসা বারের সন্ধান:আটক ৩

ঢাকা : খিলক্ষেতে একটি হোটেলে অভিযান চালিয়ে হোটেলটিতে সিসা বারের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ঢাকা রিজেন্সি হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন মাহমুদা (২৩), হুমায়রা মোহনা (২০) ও জাহাঙ্গীর আলম (৪০)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালিয়ে সিসা বারের সন্ধান পাওয়া যায়। তিনি আরও জানান, পুলিশের ক্যান্টনমেন্ট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) নুসরাত জাহান অভিযানের নেতৃত্ব দেন।

ওসি জানান, প্রায় দেড় ঘণ্টার এই অভিযানে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। সেখান থেকে সিসা, সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে ও তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা তৈরি হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables