Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

খালেদার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ১৯ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

খালেদার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ শনিবার

ঢাকা : খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ওইদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ হবে।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হবে।

মঙ্গলবার সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটছে। তার হাত-পা এখন বেকে গেছে। প্রিজন সেলে বন্দি থাকায় হাত-পায়ের ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, নিজে উঠে দাঁড়াতে পারছেন না। এমনকি নিজের হাতে তুলে খেতেও পারছেন না। দেশের প্রতিটি মানুষ তার স্বাস্থ্যের অবনতিতে চরমভাবে উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables