Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কাউকে ঢুকতে দেবে না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড


১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার, ০৪:০২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কাউকে ঢুকতে দেবে না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

কোনো বিদেশিকে ঢুকতে দেবে না অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। করোনা ভাইরাস ঠেকাতে এমন পদক্ষেপ নিলো ওশেনিয়া অঞ্চলের দীপরাষ্ট্র দুটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসির খবরে জানানো হয়েছে, স্থানীয় নাগরিক ছাড়া কাউকে আর কাউকে দেশ দুটিতে প্রবেশ করেত দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন বলেছেন, আমাদের দেশের এবং জনগণের জন্য এটা দরকার।

নিউজিল্যান্ডে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এবং অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা থেকে এই আদেশ কার্যকর হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ