Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৬ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

আসন্ন টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। কারণ হিসেবে অ্যাথলিটদের করোনার সংক্রমণ থেকে রক্ষার কথা বলছে কর্তৃপক্ষ।

২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হচ্ছে `দ্য গ্রেটেস্ট শো অন আর্থ`র ২৯তম আসর। করোনার কারণে ২০২০ সালের এই প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে একবছর পর। তবে এখনও বিশ্বজুড়ে তাণ্ডব ছড়াচ্ছে কোভিড-১৯। আর তাই আগাম সতর্কতা আর অ্যাথলিটদের সুরক্ষার কথা চিন্তা করে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। নিজেদের ইতোমধ্যে করোনা ভাইরাস মুক্ত ঘোষণা দেওয়া উত্তর কোরিয়ার বাস্তব চিত্র কেউ জানে না।

তবে কোরিয়ার এমন ঘোষণার বিপরীতে এখনও কোনো মন্তব্য করেনি আয়োজক দেশ জাপান।আগামী ৮ আগস্ট পর্দা নামবে টোকিও অলিম্পিকের।