Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

করোনায় বিসিবির সাবেক পরিচালকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ১৬ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় বিসিবির সাবেক পরিচালকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

শুক্রবার ভোর ৪টায় রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গফুর। ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এম এ গফুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল থেকে শারীরিক অসুস্থতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন গফুর। সেখানেই করোনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে। এরপর তাঁকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables