Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৪ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

কোভিডে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রোববার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন ‘খিলাড়ি’। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়। খবর আনন্দবাজার পত্রিকা’র 

টুইটে তিনি লিখেছেন, ‘সকলকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সমস্ত রকম কোভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন নিভৃতবাসে আছি। চিকিৎসা চলছে’। অক্ষয় আরও লেখেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন’। খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন বলেও জানিয়েছেন ‘খিলাড়ি’।

‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও শুটিং চলেছে ছবির। রোববার কোভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত শুটিং থেকে বিরতি নিতে হল তাঁকে।