Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ আশ্বিন ১৪২৭, শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কমলগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ


০৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার, ০৬:২০  পিএম

নিজস্ব প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কমলগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের নিজ বাসা থেকে শনিবার ভোর রাতে তানভীর খান (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে শমশেরনগর বিমান বন্দর সড়কের দেলোয়ার খাঁন এর ছেলে।

এ ঘটনায় শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিখোঁজ তানভীর খান শমশেরনগর এএটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার চাচা জাহাঙ্গীর আলম বলেন, শনিবার ভোর সাড়ে ৪টায় দিকে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনদের বাসা বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

ছেলেটি সহজ, সরল প্রকৃতির। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, মুখমন্ডল লম্বাকৃতির, উচ্চতা অনুমান ৫ফুট ৫ ইঞ্চি, সাদা রংয়ের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরিহিত, শুদ্ধ ভাষায় কথা বলে। কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (জিডি নং ৪১৬)। তাকে পাওয়া গেলে পারিবারিক মোবাইল ফোন ০১৯১৯ ৭১০৬৭৫ ও ০১৭১৯ ৩৭৩০৭৬ নম্বরে তথ্য প্রদানে অনুরোধ জানানো হয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।