Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

কমলগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

কমলগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ছবি- বহুমাত্রিক.কম

কমলগঞ্জ : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতার ঢল নামলো। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আদমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশ গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতা স্থলে উপস্থিত হন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড় দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে লোকে লোকারন্য হয়ে উঠে। ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত কয়েক বছর যাবত এখানে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

কমলগঞ্জ পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সস্পাদক এ এস এম আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।

বহুমাত্রিক.কম