Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এস এম সুলতান ফাইন আর্ট কলেজে চিত্রকলা প্রদর্শনী


১৪ মে ২০১৯ মঙ্গলবার, ১১:৪৩  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


এস এম সুলতান ফাইন আর্ট কলেজে চিত্রকলা প্রদর্শনী

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সাইন্স বিভাগের ডিন ড. আনিসুর রহমান বলেছেন, শিল্পজ্ঞান না থাকলে বিজ্ঞানের সৃষ্টিও মানুষের কল্যাণ করতে পারে না। বিজ্ঞানের চরম উৎকর্ষতার মধ্যেও রয়েছে শিল্পকলার ছোঁয়া।  আর এ জন্য আমাদের সবার মধ্যে শিল্পজ্ঞান সৃষ্টি করতে হবে।

মঙ্গলবার বেলা ১১টায় যশোর এস.এম সুলতান ফাইন আর্ট কলেজের ৫দিন ব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিল্পী শাহজাহান আহম্মেদ বিকাশ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল। পরিচালনা করেন কলেজের প্রভাষক গৌতম কুমার বিশ্বাস।

পাঁচদিন চিত্রকলা প্রদর্শনীতে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের দুটিসহ  শিক্ষক ও ছাত্রছাত্রীদের ৭০টি চিত্রকর্ম প্রদর্শনীতে রয়েছে। আগামী ১৯ মে এ প্রদর্শনী শেষ হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।