Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩১, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

এসডিজি অর্জনে সাহায্যকারী ১৭ তরুণ নেতার একজন বাংলাদেশি জাহিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

এসডিজি অর্জনে সাহায্যকারী ১৭ তরুণ নেতার একজন বাংলাদেশি জাহিন

টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) ২০২০ ক্লাসের জন্য নির্বাচিত ১৭ তরুণ নেতার একজন হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণ জাহিন রাজিন।তিনি একজন ডিপ-টেক প্রকৌশলী বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০৩০ এজেন্ডার সমর্থনে নিজেদের কাজ করা এবং অন্যদের অনুপ্রাণিত করা ১৭ তরুণ নেতার নাম শুক্রবার জাতিসংঘ ঘোষণা করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের তারুণ্যবিষয়ক দূত কার্যালয়ের প্রধান একটি উদ্যোগ এসডিজি বাস্তবায়নে অবদান রাখা তরুণ নেতৃত্ব নির্বাচন। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে তরুণদের কাজের যে চেষ্টা তাকে স্বীকৃতি দিয়ে থাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer