Bahumatrik :: বহুমাত্রিক
 
২ জ্যৈষ্ঠ ১৪২৮, রবিবার ১৬ মে ২০২১, ৬:০১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৭


১১ এপ্রিল ২০২১ রবিবার, ১২:০০  এএম

বহুমাত্রিক.কম


ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৭

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির জাভা দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ইন্দোনেশিয়া ভৌগলিক সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ মাত্রা। 

ভূমিকম্পের ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

পর্যটনের জন্য বিখ্যাত বালি দ্বীপেও কম্পনটি অনুভূত হয়েছে। জাভা দ্বীপের উপকূলীয় এলাকার বাসিন্দা ইদা মগফিরোহ বলেন, কম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং এটি দীর্ঘ সময় ধরে ছিল। সব কিছু দুলছিল।

রয়টার্স বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে কিনা তা পরিষ্কায় হয়নি, কেউ নিখোঁজ আছেন কিনা সে বিষয়েও সংস্থাটি কিছু জানায়নি।   

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।