Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৭

বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০০:০০, ১১ এপ্রিল ২০২১

আপডেট: ০১:১৭, ১১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৭

ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির জাভা দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ইন্দোনেশিয়া ভৌগলিক সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ মাত্রা। 

ভূমিকম্পের ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

পর্যটনের জন্য বিখ্যাত বালি দ্বীপেও কম্পনটি অনুভূত হয়েছে। জাভা দ্বীপের উপকূলীয় এলাকার বাসিন্দা ইদা মগফিরোহ বলেন, কম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং এটি দীর্ঘ সময় ধরে ছিল। সব কিছু দুলছিল।

রয়টার্স বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে কিনা তা পরিষ্কায় হয়নি, কেউ নিখোঁজ আছেন কিনা সে বিষয়েও সংস্থাটি কিছু জানায়নি।   

Walton
Walton