Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

আয় করা ডলার অ্যাকাউন্টে নিতে সরকারকে জানানো লাগবে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮, ২২ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

আয় করা ডলার অ্যাকাউন্টে নিতে সরকারকে জানানো লাগবে না

আয় করা ডলার অ্যাকাউন্টে নিতে সরকারকে জানানো লাগবে না বলে নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, কোনো নাগরিক ভিন্ন কোনো দেশ থেকে দেশে ফেরার পর ব্যাংকে বিদেশি মুদ্রায় লেনদেনের হিসাব খুলে যদি ডলার জমা করেন, কিংবা ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিদেশি মুদ্রা আয় করেন, সেই অর্থ আন্তর্জাতিক যে কোনো কার্ডে নিতে পাসপোর্টে এনডোর্স করা লাগবে না।

এমনকি আর্থিক খাতে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় দেওয়া লাগবে না কোনো ঘোষণাও। আবার ওই একই হিসাবের বিপরীতে অনুমোদিত ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে দেশে বসেই অনলাইনে কেনাকাটাও করতে পারবেন গ্রাহকরা। যা বহাল থাকবে বিদেশেও।

বর্তমান নিয়মে বাংলাদেশ থেকে বিদেশ গিয়ে বৈধভাবে একজন নাগরিক এক ক্যালেন্ডার ইয়ারে ১২ হাজার ডলার অর্থ খরচ করতে পারেন। যা প্রযোজ্য থাকে নগদ ও কার্ড উভয় ধরনের লেনদেনেই।

Walton
Walton