Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

আবরার হত্যা: প্রতিবাদে যশোরে মানববন্ধন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ৮ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

আবরার হত্যা: প্রতিবাদে যশোরে মানববন্ধন

 

যশোর : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ছাত্র পরিষদ যশোরের ব্যানারে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সরকারি এমএম কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের স্বার্থ রক্ষায় আবরার ভিন্নমত পোষণ করেছে তার জন্য হত্যা কাম্য নয়। যারা এর সাথে জড়িতদের তাদের তাদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা। একইসাথে কলেজ ও বিশ^বিদ্যালয় গুলোতে সুস্থ রাজনীতি চর্চার আহবান জানানো হয়।

 

বহুমাত্রিক.কম