Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ শ্রাবণ ১৪২৭, বুধবার ০৫ আগস্ট ২০২০, ৩:৫৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আত্মার মিছিল টুঙ্গিপাড়ায়


০৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার, ০৩:০৫  পিএম

কাজী রকিবুল ইসলাম

বহুমাত্রিক.কম


আত্মার মিছিল টুঙ্গিপাড়ায়

মনে হচ্ছে লক্ষ লক্ষ আত্মা দৌঁড়াচ্ছে
কিছু আত্মা অন্যসব আত্মাদের কে ডাকছে
জিজ্ঞাসা করলাম আপনাদের কি হয়েছে ?
একটি আত্মা এসে বলল আমরা শহীদদের আত্মা !
একসাথে আত্মার মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছি।
তা কেন ?
মহাত্মার কাছে জিজ্ঞাসা করবে বলল-
এই জন্য কি দেশটা স্বাধীন করেছিলেন ?
এই কি আপনার স্বপ্নের সোনার বাংলাদেশ ?
দুর্নীতিবাজ নেতা-কর্মী,আমলা খাইয়া করলো শেষ।
সশ্রদ্ধচিত্তে নতমস্তকে শহীদ পবিত্র আত্মাদের
টুঙ্গিপাড়ার দিকে যাওয়া দেখতে থাকলাম।
আর মনে মনে ভাবলাম,বেঁচে থেকে এই দেশের জন্য
কিছুই তো করতে পারলাম না।
আগে যদি মৃত্যু হতো,হয়তো তোমাদের
এই মিছিলের পিছনে আমার আত্মাটাও থাকতে পারতো।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।