Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৭, শুক্রবার ২২ জানুয়ারি ২০২১, ৮:৪৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ১২:৪৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে

সারাদেশে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরাঞ্চলে। দেশের অন্য এলাকায় রাতের মাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনে আরও কমতে পারে রাতের তাপমাত্রা।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কয়েক জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে।

প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার’ ক্রমশ দূর্বল হয়ে বর্তমানে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও দূর্বল হয়ে পড়বে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে, ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।