Bahumatrik :: বহুমাত্রিক
 
১৩ ফাল্গুন ১৪২৭, বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি ২০২১, ৫:০৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আক্কেলপুরে শীতার্তদের পাশে পুলিশ সুপার


১৬ জানুয়ারি ২০২১ শনিবার, ০৮:১৫  পিএম

আক্কেলপুর প্রতিনিধি

বহুমাত্রিক.কম


আক্কেলপুরে শীতার্তদের পাশে পুলিশ সুপার

জয়পুরহাটের আক্কেলপুরে চলমান শৈত্যপ্রবাহে ১ শত ৫০ জন দুস্থ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

শনিবার বিকালে আক্কেলপুর থানা চত্বরে জেলা পুলিশের আয়োজনে উপজেলার ৫টি ইউনিয়নের ১ শত ৫০ জন গরীব দুস্থ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁনসহ থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগন।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন,‘পুলিশ জনতার। জনগণের জান ও মাল রক্ষায় জেলা পুলিশ সদা সর্বদা প্রস্তুত রয়েছে। তীব্র শীতের কষ্ট লঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।