Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

অস্ত্র মামলা :সাহেদের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

অস্ত্র মামলা :সাহেদের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে আরও চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে তারা সাক্ষ্য দেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে।

এদিন পুলিশ পরিদর্শক তপন চন্দ্র সাহা, এসআই রবিউল ইসলাম, জনৈক জাহাঙ্গীর আলম ও হাসান মাহমুদ আদালতে সাক্ষ্য দেন।এ নিয়ে মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। এর আগে ১০ সেপ্টেম্বর এ মামলায় বাদীর সাক্ষীর মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।এরও আগে ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।১০ আগস্ট এ মামলায় সাহেদের বিরুদ্ধে দেয়া চার্জশিট (অভিযোগপত্র) আমলে নেন আদালত।

৩০ জুলাই এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।

১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন এ মামলায় তার ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।