Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ আষাঢ় ১৪২৭, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২০, ৪:২৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ৩ জনের মৃত্যু


১১ নভেম্বর ২০১৯ সোমবার, ১০:৩৫  এএম

বহুমাত্রিক ডেস্ক


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ৩ জনের মৃত্যু

ঢাকা : ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে জনবহুল এলাকাগুলোতে বিপর্যয়ের আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে।

নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় গত তিনদিন ধরে সেখানকার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে।

তবে কর্মকর্তারা বলছেন, আগামী মঙ্গলবার সিডনির আশেপাশের এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউ সাউথ ওয়েলসে ৯ লাখ ৭০ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে প্রায় ১৫০টি বাড়ি-ঘর আগুনে পুড়ে গেছে। অপরদিকে, কুইন্সল্যান্ডে প্রায় ৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যে যেখানেই থাকুক সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।