Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

অভিমানি ভেজা ঠোঁট

লাভলী বাশার

প্রকাশিত: ১৪:৩৩, ২৫ নভেম্বর ২০১৪

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অভিমানি ভেজা ঠোঁট

আষাঢ়ের প্রথম সকাল !
যদিও আকাশের স্বচ্ছ নিলীমায়
নেই কোন মেঘের আঁকিবুকি।
তপ্ত দাবদাহে অন্তর অঙ্গন হাহাকার!
হাঁটছি কংক্রিটের জঙ্গোলে
টেষ্টায় উষ্ণ মরু চেয়ে আছে
জলের আশায়।
দীর্ঘ প্রতীক্ষার পর হাত বাড়ালাম
নোনা সাগরে।
এ কি! হাতটা ফিরিয়ে দিলে ?
অভিমানে সংকুচিত হলো
তৃষিত আকাঙ্খা।
মোনের সেতারে বেজে ওঠে
করুণ রাগিনী ।
বিরহী রাগে লোপ পায় চেতন হৃদয়
কেঁদে ওঠে অভিমানি ঠোঁট।

রৌদ্রকরোজ্জল মধ্যাহ্ন ফুরিয়ে গেছে,
চোখের কোণে মায়াবী চাহনি !
অভিমানি ভেজাঠোঁটে
আলতো চুম্বন!
উষ্ণ গাল দুটোতে আদরের

সামনে এসে দাঁড়াল
লাবন্যমোড়ানো বিকেল।
অভিমানি ক্লান্তি মুছে
যোগ দিল বর্ষাকন্যা।
নব উঙ্খানে মনের ক্যানভাসে অঙ্কিত হলো
ভালবাসার চিত্রপট।
অভিমানী ঠোঁট বেয়ে ঝরে পড়ে
একমুঠি ভেজাকাব্য!

বহুমাত্রিক.কম