Bahumatrik :: বহুমাত্রিক
 
২৬ আষাঢ় ১৪২৭, শুক্রবার ১০ জুলাই ২০২০, ১১:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অভিনন্দন জানাতে অভিজিৎ বিনায়কের বাড়িতে গেলেন মমতা


১৯ অক্টোবর ২০১৯ শনিবার, ১০:৪২  এএম

বহুমাত্রিক ডেস্ক


অভিনন্দন জানাতে অভিজিৎ বিনায়কের বাড়িতে গেলেন মমতা

ঢাকা : নোবেল বিজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোবেল বিজয়ে তার মাকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার  সন্ধ্যার কিছু আগে দক্ষিণ কলকাতার নোবেল বিজয়ীর বাড়িতে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের তথ্য প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনসহ বেশ কয়েজন শীর্ষ কর্মকর্তা।

প্রায় ৩০ মিনিট নোবেল বিজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যোয়ের সঙ্গে কথা বলেন কলকাতার মুখ্যমন্ত্রী। ‌এ সময় মুখ্যমন্ত্রীর অনুরোধে নোবেল জয়ীর মাকে গান গেয়ে শোনান ইন্দ্রনীল সেন।

রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, নোবেল বিজয়ই তো আসল সংবর্ধনা। তিনি বলেন, রাজ্যের অর্থনীতিতে উন্নয়নের জন্য নোবেল বিজয়ীর পরামর্শ নেওয়া হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ