Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ জ্যৈষ্ঠ ১৪২৭, মঙ্গলবার ২৬ মে ২০২০, ১২:০১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার


০৩ নভেম্বর ২০১৯ রবিবার, ১০:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা : রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দীনকে পুকুরে ফেলে লাঞ্ছিত করার দায়ে ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কার হওয়া সৌরভ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রোববার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ নভেম্বর অধ্যক্ষ ফরিদ উদ্দীনের সাথে অপ্রীতিকর ঘটনার দায়ে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সেই সাথে ওই ইনস্টিটিউটের ছাত্রলীগের সকল শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে, অকৃতকার্য দুই ছাত্রলীগ কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ায় শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দীনকে টেনে হিঁচড়ে পুকুরে ফেলে লাঞ্ছিত করে ওই ইনস্টিটিউটের ছাত্রলীগের নেতাকর্মীরা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।