Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আলোকিত প্রতিচ্ছবি

মোহাম্মদ খায়রুল আলম

প্রকাশিত: ২২:০৬, ৩ আগস্ট ২০২০

প্রিন্ট:

আলোকিত প্রতিচ্ছবি

(মোঃ মিজানুর রহমান-কে নিবেদিত) 

তখনও গোধূলির আধার নেমে আসেনি।

পাখিগুলো কোলাহল করে বাড়ি ফিরছিল

নব উদ্যোমে রাখার তার পাল নিয়ে দূর পথে মিলিয়ে যাচ্ছে।

ঘোর অন্ধকার না হলেও গ্রামের গাছগুলো বেশ আধার করে রেখেছে চারিপাশ।

সেই আধাঁরের কোলাহল ভেঙ্গে দেখা গেল একটি অচেনা পথিক,

হাতে তার ত্রাণের ব্যাগ, পথের দুস্থদের বিলিয়ে যাচ্ছে।

কেউ তার জন্য দোয়া করছে, কেউবা হাতে পেয়ে ফিরেও তাকাচ্ছে না।

যখন দূরত্ব ক্রমশ কমছে,

সন্ধ্যার আলো আধারে কিছুটা স্পষ্ট হচ্ছে মুখাবয়ব-

আমি চমকে উঠি -

সে কেউ নন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

‘কেমন আছেন, কিন্তু কোন উত্তর নেই’,

নিজের কাজেই আবার নিমগ্ন হয়ে রইলেন।

তার উদাস চাহনিতে মনে হচ্ছে দুস্থদের সাহায্য

করাটা তার কাছে এখন পবিত্র দায়িত্ব।

কাউকে সময় দেওয়ার মতো সময় তার কাছে নেই।

করোনার মহামারিতে মানুষ যখন অসহায়,

এভাবে ছুটে চলেছে ময়মনসিংহে এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

ভরসা জাগিয়েছে অসহায় মানুষদের।

বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছে

দেবদূতের ন্যায়। কোন বাধাই যেন দমাতে পারেনি।

মানুষের ভিতরে মানুষ গড়ে ওঠে,

মহানুভবতার এই দৃষ্টান্ত, আমরা আবার ঘুরে দাঁড়াবো।

সৌহার্দ্য উন্নয়নের পথ আরো দৃঢ় করবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer