Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

৮ বছরে ৮১টি নতুন বিদ্যুৎকেন্দ্র : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৯:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

৮ বছরে ৮১টি নতুন বিদ্যুৎকেন্দ্র : নসরুল হামিদ

ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুতের সক্ষমতা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

২০০৯ সালের ৪ হাজার ৯৪২ মেগাওয়াট হতে ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে (ক্যাপ্টিভসহ) উন্নীত হয়েছে। জানুয়ারি ২০০৯ সাল হতে জানুয়ারি ২০১৭ সাল পর্যন্ত মোট ৮১টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। যার স্থাপিত ক্ষমতা ৭ হাজার ৬৩২ মেগাওয়াট।

এছাড়া আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ভারত হতে ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত নুরুল ইসলাম মিলনের (কুমিল্লা-৮) এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ এসব তথ্য জানান। এর আগে বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

জাতীয় সংসদকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, ৬৫টি নতুন বিদ্যুৎকেন্দ্র (নির্মাণাধীন ও দরপত্র প্রক্রিয়াধীন) স্থাপনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলো হতে (নির্মাণাধীন ও দরপত্র প্রক্রিয়াধীন) ১৬ হাজার ৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer