Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৭ মার্চের ভাষণ এখন পৃথিবীর সম্পদ : আনিসুজ্জামান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ১৮ নভেম্বর ২০১৭

আপডেট: ২২:৫৫, ১৮ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

৭ মার্চের ভাষণ এখন পৃথিবীর সম্পদ : আনিসুজ্জামান

ঢাকা : ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতি দিয়ে বাংলাদেশ অসাধারণ সম্মানিত করেছে। এ ভাষণ এখন পৃথিবীর সম্পদে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধুর ভাষণকে পৃথিবীর নানা ভাষায়, অনুবাদ করে ছড়িয়ে দিতে হবে। শোষিত জাতি এ ভাষা থেকে অনুপ্রেরণা খুঁজবে। বঙ্গবন্ধু আমাদের একান্ত সম্পদ। তবে তিনি সমগ্র বিশ্বেরেও।

শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের `বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য` হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, তার এ ভাষণের পর আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেই। মুক্তিযুদ্ধের পুরো সময় কারাগারে ছিলেন, কিন্তু তখন প্রতিটি দিন আমরা শক্তি সঞ্চয় করেছি তার ভাষণ থেকে।

জাতীয় এ অধ্যাপক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে পৃথিবীর নানা ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দিতে পারি তাহলে শোষিত জাতির কাছে এ ভাষণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer