Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৬০০ বছরের মধ্যেই আগুনের গোলা হয়ে উঠবে পৃথিবী : স্টিফেন হকিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ৮ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৬০০ বছরের মধ্যেই আগুনের গোলা হয়ে উঠবে পৃথিবী : স্টিফেন হকিং

ঢাকা : চীনের Tencent WE Summit-এর একটি ভিডিওতে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিফেন হকিংয়ের দেওয়া বক্তব্য সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। ওই ভিডিওতে তিনি বলেন, ৬০০ বছরের মধ্যেই ফায়ারবল বা আগুনের গোলা হয়ে উঠবে এই পৃথিবী।জনসংখ্যা বৃদ্ধি এবং শক্তির ব্যয়ের জন্যই এমনটা ঘটবে।

বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী আরো জানান, মানব অস্তিত্ব সঙ্কটের মুখে। টিকে থাকতে গেলে এমন এক স্থানে যেতে হবে যেখানে এর আগে কেউ যায়নি।

বিজ্ঞানীদের বিশ্বাস, Alpha Centauri হলো সৌরজগতের নিকটতম এক গ্রহ যা ঠিক পৃথিবীর মতোই বাসযোগ্য হয়ে উঠতে পারে মানবজাতির কাছে। হকিং ন্যানোক্র্যাফ্ট নামে এমন এক স্পেসক্র্যাফ্টের কথা বলেছেন যা মঙ্গলগ্রহে পৌঁছে দেবে এক ঘণ্টারও কম সময়ে। প্লুটোতে পৌছতে সময় লাগবে একদিনের মতো, অন্যদিকে Alpha Centauri-তে পৌঁছতে সময় লাগবে ২০ বছর ।

উল্লেখ্য, এরইমধ্যে বোরিস্কা নামের এক রাশিয়ান তরুণের বক্তব্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। তার দাবি অনুযায়ী, সে পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল।

বোরিস্কার মতে, ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়ে না, আর তারা প্রযুক্তির দিক থেকেও খুবই উন্নত।

সে আরও জানায়, প্রাচীন মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের। তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer