Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

২৮ সেপ্টেম্বরকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস পালনের আহ্বান

আকতারুজ্জামান সুজন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২৮ সেপ্টেম্বরকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস পালনের আহ্বান

ঢাকা : আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসাবে পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

শুক্রবার রাজধানীর দক্ষিণগাঁও বালুর মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণে ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘দেশের বিরুদ্ধে চলমান বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ ও কৌশলী ভূমিকা রাখাতে হবে, দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ওই দিনে জনগণের ক্ষমতায়ন দিবস পালন করবো। আমি দেশবাসীকে আহ্বান জানাই আপনারা সকলে ২৮ সপ্টেম্বর জনগণের ক্ষমতায়ন দিবস পালন করুন।’

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘‘আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ড. ইউনুস নোবেল পেয়েছেন, কিন্তু শান্তি প্রতিষ্ঠায় তারা কোন অবদান রাখেন নি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘ কতৃক স্বীকৃতি লাভ করেছে।’’

তিনি আরও বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন একমাত্র শেখ হাসিনা।’

বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিভিন্ন সরকারের সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আমারা বিভিন্ন সরকারের কার্যক্রম দেখেছি। জিয়াউর রহমানের সময় মানুষের অধিকার কেমন ছিল, এরশাদের সময় মানুষের ভোট ও ভাতের অধিকার কেমন ছিল সেটা এ দেশের জনগণ দেখেছে। খালেদা জিয়ার আমলেও মানুষ কেমন ভাবে জীবন অতিবাহিত করেছে দুর্দিনের কথা মানুষ ভুলে যায় নি।’

দক্ষিণগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হরুনুর রশিদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, এনামুল হক আরমান, মুরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূইয়া, মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য এড. শাহনাজ পারভীন হিরা, ওমর শরীফ পলাশ, সৈয়দ মাসুদ হাসান রুমী, আশিকুর রহমান নাদিম, খন্দকার আরিফুজ্জামান, সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক আরমান হক বাবু প্রমুখ।

সম্মেলন শেষে নগরীরর দক্ষিণগাওয়ে ৭৩ ও ৭৪ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। ৭৩ নং ওয়ার্ডের সভাপতি মাহমুদুল হাসান নাসির, সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন সরদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিয়া দায়িত্ব পেয়েছেন। একই ভাবে ৭৪ নং ওয়ার্ডে সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ দায়িত্ব পেয়েছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer