Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘২০৪১ সালের মধ‌্যে দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না’

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ২২ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘২০৪১ সালের মধ‌্যে দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না’

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্য রাখছেন শেখ হাসিনা

ঢাকা : আওয়ামী লীগকে জনগণের দল উল্লেখ করে দলটির সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ‌্যে বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। সকল জনগণের দায়িত্ব আমাদের।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এদেশের যা অর্জন, তার সবই আওয়ামী লীগ এনে দিয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ গণঅভূত্থান ও ৭১ এর স্বাধীনতা সংগ্রামসহ নানা আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই সংগঠনের প্রাণ। তাদের ত্যাগ ও পরিশ্রমেই বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। তারাই সংগঠনকে ধরে রেখেছেন।’

দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর হারা, নিঃস্ব, হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, তালিকা তৈরী করুন। আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব।’

শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ‌্যে বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের দায়িত্ব আমাদের।’

বক্তব্যের শুরুতেই দলের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামছুল হক ও শেরে বাংলা একে ফজলুল হকসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer