Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

স্মৃতিসৌধ-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন নতুন বিচারপতিরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ৫ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

স্মৃতিসৌধ-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন নতুন বিচারপতিরা

ঢাকা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্যনিযুক্ত ১৮ জন অতিরিক্ত বিচারপতি বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।

সকাল ৯টায় সুপ্রিম কোর্ট থেকে সাভারে জাতীয় সৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা। পরে সেখান থেকে ফিরে সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানাবেন।

সোমবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম স্বারিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন ১৮ বিচারপতি হলেন- বিচরাপতি মো. আবু আহমাদ জমাদার, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচরপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচরপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer