Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩০, ২০ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ

ঢাকা : দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা ময়মনসিংহে একটি সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের জন্য প্রস্তাব তৈরির অনুশাসন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে বলা হয়েছে ময়মনসিংহ যেহেতু সিটি করপোরেশন হচ্ছে, এজন্য প্রস্তাবটি সিটি করপোরেশনে আকারে আনতে হবে।

শফিউল আলম আরো বলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা এবং কুমিল্লার মুরাদনগরের পৌরসভা প্রস্তাব আনা হলেও কমিটি তা অনুমোদন দেয়নি। কমিটি আরও পরীক্ষা-নীরিক্ষা করে উপস্থাপন করতে বলেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer