Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সমঝোতার পথ বের করার তাগিদ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ২২:১৩, ২৭ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

সমঝোতার পথ বের করার তাগিদ ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমঝোতামূলক পথ বের না করলে আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে না।  

জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ সালের আগে তারা বলেছিলেন আলোচনা করবেন না, কিন্তু তারপর আলোচনার জন্য ডেকেছেন। আসলে যদি সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। এর কোনো বিকল্প নেই। সমঝোতামূলক পথ বের না করলে এই নির্বাচন কখনো সুষ্ঠু, অবাধ হবে না।’

তিনি বলেন, ‘সরকারের যে দোদুল্যমানতা, স্ববিরোধিতা, আইনশৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে যে স্ববিরোধিতা; এটাতেই প্রমাণ করে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer