Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রাজশাহীকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ৯ ডিসেম্বর ২০১৬

আপডেট: ২২:১০, ৯ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

রাজশাহীকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা

ছবি-সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতলো ঢাকা ডায়নামাইটস। ঢাকার কাছে ৫৬ রানে হেরে শিরোপা বঞ্চিত হল রাজশাহী।

ঢাকার দেয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় রাজশাহী।

শুক্রবার হোম অব ক্রিকেট মিরপুরে টসে জয়লাভ করেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ঢাকা ডায়নামাইটস।

ব্যাট হাতে ঢাকার শুরুটা ভালো হয়নি। ২৩ রানে ব্যক্তিগত ১২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন মেহেদী মারুফ। এরপর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি নাসির হোসেন। তিনি ৫ রান করে আফিফ হোসেনের বলে আউট হন।

এরপর ব্যক্তিগত ৫ রানে মোসাদ্দেক হোসেন সৈকতকে সাজঘরে ফেরান ড্যারেন স্যামি। তবে এভিন লুইস ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি ৩১ বলে ৪৫ রান করে ফরহাদ রেজার বলে আউট হন। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন ডিজে ব্রাভো ও আন্দ্রে রাসেল। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer