Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মেয়র আনিসুল কৃত্রিম যন্ত্র ছাড়াই শ্বাস নিচ্ছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেয়র আনিসুল কৃত্রিম যন্ত্র ছাড়াই শ্বাস নিচ্ছেন

ঢাকা : মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়াই নিজে শ্বাস নিতে পারছেন।

তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে। তবে চিকিৎসকরা তাকে এখনও ঘুম পাড়িয়ে রেখেছেন। তার সার্বিক চিকিৎসা চালানো হচ্ছে এ অবস্থাতেই।

মেয়র আনিসুল হকের পারিবারিক বন্ধু আবদুন নূর তুষার এ তথ্য জানিয়েছেন।

লন্ডনের একটি হাসপাতালে মেয়র আনিসুল হকের চিকিৎসা চলছে। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবদুন নূর তুষার বলেন, ‘মেয়রকে এখন পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন চিকিৎসকরা। উনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer