Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মরণোত্তর বেগম রোকেয়া পদক পেলেন বেবী মওদুদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ৯ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১৭:০৭, ৯ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

মরণোত্তর বেগম রোকেয়া পদক পেলেন বেবী মওদুদ

ঢাকা : নারী উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর মরণোত্তর রোকেয়া পদক পেয়েছেন লেখক-সাংবাদিক এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ)।

এ ছাড়াও এ বছর রোকেয়া পদক পেয়েছেন চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রানী ত্রিপুরা, সংগঠক মাজেদা শওকত আলী, সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।


শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০১৭ প্রদান অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালে ৬৬ বছর বয়সে মারা যান বেবী মওদুদ। তিনি সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতে সক্রিয় ছিলেন। এ ছাড়াও তিনি মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতেও যুক্ত ছিলেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer