Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে যেতে চায় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২৫ মে ২০১৭

আপডেট: ২২:০৫, ২৫ মে ২০১৭

প্রিন্ট:

ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে যেতে চায় : ফখরুল

ফাইল ছবি

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দেশের প্রধান বিচারপতি যখন বলেন দেশে আইনের শাসন নেই, তখন বলার অপেক্ষা থাকে না দেশের অবস্থা কোথায়? 

তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে বিএনপি নির্বাচনে যেতে চায়। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। 

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের একটা মুখোশ পরে আছে।বাংলাদেশের ইতিহাসে যত দুর্নীতি হয়েছে তার সিংহভাগ এই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। দেশে বর্তমানে এক দলীয় শাসন ব্যবস্থা চলছে। 

তিনি বলেন, যে সংসদে বিরোধী দল আছে যাকে সবাই বলে গৃহপালিত বিরোধী দল। তারা জলসা পার্টির দর্শক হয়ে শুধু হাতে তালি দেন। বিএনপি এই আওয়ামী লীগ সরকারের দু:শাসনকে পরাজিত করে একটি শান্তিময় দেশ গঠন করতে চায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer