Bahumatrik Logo
২০ অগ্রাহায়ণ ১৪২৩, রবিবার ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:০৮ অপরাহ্ণ

ব্যারিস্টার শাকিলার জামিন আপিল বিভাগে বহাল


০৫ জুন ২০১৬ রবিবার, ০১:০২  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


ব্যারিস্টার শাকিলার জামিন আপিল বিভাগে বহাল

ঢাকা : জঙ্গি অর্থায়নের মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ব্যারিস্টার শাকিলার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেন হাইকোর্ট।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি আট লাখ টাকা জোগানোর অভিযোগে ঢাকার ধানমণ্ডি থেকে চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।