Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বৈশাখ হালখাতায় ৮৫০ কোটি টাকার রাজস্ব আয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২৫ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বৈশাখ হালখাতায় ৮৫০ কোটি টাকার রাজস্ব আয়

ঢাকা : রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮৫০ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

করদাতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাসস’কে জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুলসংখ্যক করদাতা অংশগ্রহণ করে। তাদের কাছ থেকে ৮৫০ কোটি টাকার রাজস্ব পাওয়া গেছে। এর মধ্যে আয়কর থেকে পাওয়া গেছে ৭৫০ কোটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আসছে ৬১ কোটি এবং শুল্ক বাবদ ৩৯ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।গতবছর রাজস্ব হালখাতা থেকে আয়ের পরিমাণ ছিল ৭৫৫ কোটি টাকা।

দেশব্যাপী বিভিন্ন করাঞ্চল,ভ্যাট ও কাস্টমস্ অফিসে আলাদাভাবে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করা হয়। প্রতিটি করাঞ্চল এবং ভ্যাট ও কাস্টমস্ অফিসে করদাতারা উৎসবমুখর পরিবেশে রাজস্ব পরিশোধ করেন। বকেয়া কর প্রদানের পর করদাতাদের উপহার হিসেবে রাজস্ব প্রশাসন বই প্রদান করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer