Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উঠিয়ে নেওয়া হল ছাত্রীকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উঠিয়ে নেওয়া হল ছাত্রীকে

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিতে বিভাগে যাওয়ার সময় এ ঘটনার শিকার হন ওই ছাত্রী। 
 
প্রত্যক্ষদর্শী ওই ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিতে ওই ছাত্রীর সাবেক স্বামীসহ ৫-৬ জন অংশ নেয়।
 
রাবি প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান খবরে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ওই ছাত্রী বিভাগে পরীক্ষা দেয়ার জন্য তাপসী রাবেয়া হল থেকে বের হন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে পৌঁছালে হঠাৎ সাদা রঙের একটি মাইক্রোবাস এসে তার পথরোধ করে। গাড়ি থেকে নেমে ৫-৬ যুবক তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। 
 
অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে খোঁজখবর করছি। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে, তারা মেয়েটিকে উদ্ধারে কাজ করছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer