Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিশ্বকাপ খেলতে ভারতের বিপক্ষে দুই ম্যাচ জিততে হবে শ্রীলংকাকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্বকাপ খেলতে ভারতের বিপক্ষে দুই ম্যাচ জিততে হবে শ্রীলংকাকে

ঢাকা : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিংয়ে ৮৮ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা।

দলটিকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে ২০ আগস্ট ভারতের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ওয়ানডে সিরিজে অন্তত দুই ম্যাচ জিততে হবে।

দুই ম্যাচ জিতলে লংকার পয়েন্ট হবে ৯০। এদিকে ৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয় দলের সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি এবং ইংল্যান্ডের পাঁচটি ওয়ানডে রয়েছে।

জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি এ ছয় ম্যাচের সবক’টিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৮৮।

আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ সাতটিসহ স্বাগতিক ইংল্যান্ড আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজে অন্তত দুই ওয়ানডে জিতলেই সারাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে শ্রীলংকার। পক্ষান্তরে সামনের ছয়টি ম্যাচ জিতলে ভগ্নাংশে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ক্যারিবিয়রা হেরে গেলে, এমনকি ভারতের বিপক্ষে হোয়াউটওয়াশ হলেও সরাসরি খেলার সুযোগ থাকবে লংকানদের।

গত মাসে নিজ মাঠে র‌্যাংকিংয়ের ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যাবধানে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলংকা। এমনকি নিজ মাঠে নিজেদের শেষ ১০ ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছে লংকানরা।

গত পাঁচ বছর যাবত ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরমেন্স মোটেও ভাল নয়। আইসিসির পুর্ন সদস্য দেশগুলোর মধ্যে তাদের জয়ের গড় ২৭.২০ এবং রান রেট ৫.১০। যা কেবলমাত্র আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের উপরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer