Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি জাতির শেষ শ্রদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ১৯ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি জাতির শেষ শ্রদ্ধা

ঢাকা : আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার এবং তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাগণও। পরবর্তীতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাদের নামাজে জানাজা।

প্রথমে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিহতদের মৃতদেহের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিমানমন্ত্রী শাজাহান কামাল।জানাজা ও শ্রদ্ধা জানানোর পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, কাঠমাণ্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বজন এবং ওই দুর্ঘটনায় আহত আরও দু’জনকে নিয়ে নেপাল থেকে ইউএস বাংলার একটি বিশেষ বিমান ঢাকায় পৌঁছেছে।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫১ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer