Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাজেট নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৮ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাজেট নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে : মওদুদ

ফাইল ছবি

ঢাকা : বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-২০১৯ অরবছরের প্রস্তাবিত ‘বাজেট নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে’ উল্লেখ করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এই বাজেট একটি নীল রঙের বিশাল ফাঁকা বেলুনের মতো। একটি সুচ দিয়ে খোঁচা দেবেন, দেখবেন সব শেষ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘গ্রহণযোগ্য নির্বাচন: সরকারের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।  

মওদুদ আহমদ বলেন, গত বছরের ব্যর্থতা সরকার এ বাজেটে তুলে ধরেনি। বাজেট নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে। এই সরকারের বাজেট দেয়ার বৈধতা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এই সংসদে ১৫৪ জন নির্বাচিত হননি। একটি অনির্বাচিত সরকারের এই ধরনের বাজেট দেয়ার কী বৈধতা আছে- এটা ইতিহাস একদিন পরীক্ষা করে দেখবে এবং তার রায় দেবে।

সংগঠনটির উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer