Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘ফাদার রিগনের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯, ২৩ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ফাদার রিগনের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

ঢাকা : ইতালীয় বংশোদ্ভূত বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার ম্যারিনো রিগন (৯২) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

রোববার এক শোক বার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও যুদ্ধপীড়িতদের সাহায্যার্থে এগিয়ে আসেন। দেশের দক্ষিণাঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়াও গরিব ছাত্রছাত্রীদের স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে নিরবচ্ছিন্ন পড়াশোনা করার সুযোগ করে দেন তিনি। একজন বিদেশী হিসেবে তাঁর এ অবদান বাংলাদেশের ইতিহসে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশপ্রেমী রিগনের জন্ম ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের অদূরে ভিলার্ভালা গ্রামে। ১৯৫৩ সালে ৭ জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন। এ দেশে তিনি ধর্মীয় কাজের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি আর শিক্ষামূলক বহুমাত্রিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখেন। শুক্রবার ( ২০ অক্টোবর) রাত ১০টার দিকে ইতালিতে তাঁর মৃত্যু হয়।

বাংলাদেশের বন্ধু মুক্তিযোদ্ধা ম্যারিনো রিগনের জীবনাবসান

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer