Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

প্রায় ৩ লাখ ইঁটে দুবাইয়ে তৈরি নকল তাজমহল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:২১, ১৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রায় ৩ লাখ ইঁটে দুবাইয়ে তৈরি নকল তাজমহল

ঢাকা : তাজমহলের মত সৌন্দর্য বিশ্বে খুব কমই দেখা যায়। সপ্তমাশ্চর্যের এক এই তাজমহলের নকল আর একটা বানানোও খুব একটা মুখের কথা নয়।

রেপ্লিকা হয়ত তৈরি হয়েছে অনেক। কিন্তু দুবাইয়ের নতুন রেপ্লিকা দেখলে মাথা ঘুরে যাবে আপনারও। দুবাইয়ের নতুন থিম পার্কে তৈরি করা হয়েছে এই নয়া তাজমহল।

ভারতের স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে ১৫ অগাস্ট এই তাজমহলের রেপ্লিকাটি খুলে দেওয়া হয়েছে। ২৮০৭৪১ টি ইট দিয়ে তৈরি করা হয়েছে এই রেপ্লিকা। যার ওজন ৬৪৫.৯ কেজি।

আসল তাজমহল বানাতে সময় লেগেছিল ২০ বছর। আর ২,০১৯ ঘণ্টাতেই তৈরি করা হয়েছে এই মিনি তাজমহল। তবে এই থিমপার্কে যেতে গেলে আরও বেশ কিছুদিন দেরি করতে হবে।

অক্টোবর সাধারণের জন্য খুলে দেওয়া হবে দুবাইয়ের এই থিম পার্ক। এই পার্কে অন্তত ১৫,০০০ এই ধরনের নির্মাণ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer