Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রবাসীরা ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৩:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

প্রবাসীরা ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : প্রবাসীরা এখন ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একই সঙ্গে সন্ত্রাসী ও জঙ্গিদের হাতে যেন পাসপোর্ট না যায় সেবিষয়ে বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। 

শনিবার সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোয় বিভিন্ন প্রক্রিয়ায় সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আমরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছি। আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে তিন থেকে ছয়মাস লেগে যেত। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন।’

কামাল বলেন, ‘জঙ্গিদের হাতে যাতে পাসপোর্ট না যায় সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাত দিয়ে কোনও জঙ্গি-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না।’

তিনি বলেন, ‘পাসপোর্টের সঙ্গে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড জড়িত। ৩০ বিলিয়ন রিজার্ভ অর্জনের ক্ষেত্রে বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অবদান রয়েছে। এই উন্নয়নের ভিন্ন পিঠও আছে। সাম্প্রতিক সময়ে দেখছি একজন ব্লগার হত্যাকারী পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিল।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer