Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

প্রবাসীরা মার্চে ২২ কোটি ডলার বেশি পাঠিয়েছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ২ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রবাসীরা মার্চে ২২ কোটি ডলার বেশি পাঠিয়েছেন

ঢাকা : সরকারের বিভিন্ন উদ্যোগে ইতিবাচক ধারার মধ্য দিয়ে যাচ্ছে রেমিটেন্স প্রবাহ। গেল মার্চ মাসে ১৩০ কোটি ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গেল বছরের একই সময়ের চেয়ে ২২ কোটি ডলার বা প্রায় ২১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে ১১৪ কোটি ৯০ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। সেই হিসাবে ফেব্রুয়ারির চেয়ে মার্চে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি ১৪ লাখ ডলার। আর চলতি ২০১৭-১৮ অর্থবছরে (জুলাই -মার্চ) ৯ মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৭৬ কোটি ১৩ লাখ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, রেমিটেন্সের উৎস দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য মাধ্যমে হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় বৈধ পথে প্রবাসীদের অর্থ আসা কমে যায়। ওই কারণে গত ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের চেয়ে প্রায় ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিটেন্স আসে। এতে সরকার কিছুটা চিন্তায় পড়ে যায়।এরপর রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। অবৈধ লেনদেনের দায়ে বন্ধ করা হয় বিকাশের দুই হাজার ৮৮৭টি এজেন্ট নম্বর। এছাড়া রেমিটেন্স পাঠাতে মাশুল না নেওয়াসহ নানা ঘোষণাও দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসব পদক্ষেপের কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer