Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৫ ১৪৩১, মঙ্গলবার ২১ মে ২০২৪

ফের মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিলেন পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ১০ মে ২০২৪

আপডেট: ১৯:১৩, ১০ মে ২০২৪

প্রিন্ট:

ফের মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিলেন পুতিন

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় এ প্রস্তাব দিয়েছেন তিনি। শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এ তথ্য জানিয়েছেন। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। 

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সি এ নেতা। এরপর রাশিয়ার আইন অনুযায়ী আগের মেয়াদের সরকার পদত্যাগ করে। এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটি যে ডুমায় অনুমোদন পেতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কার্যত, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই। পুতিন তার সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন লিখেছেন, মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব ডুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

২০২০ সালের জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে ৫৮ বছর বয়সি মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করা অভিজ্ঞতা নেই। তাই তাকে গোয়েন্দাদের সিলোভিকি (শক্তিশালী) অংশে রাখা হয়নি। দলটি পুতিন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন। এক দশক ধরে এ দায়িত্বে ছিলেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer