Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রথমবারের মতো দেশে চলছে ভ্যাট সপ্তাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১০ ডিসেম্বর ২০১৬

আপডেট: ২০:৩৯, ১০ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

প্রথমবারের মতো দেশে চলছে ভ্যাট সপ্তাহ

ঢাকা: ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’- এ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় ভ্যাট সপ্তাহ- ২০১৬।

সপ্তাহের দ্বিতীয় দিনে আজ কর সচেতনতা তৈরিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালু পালন করা হয়েছে।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে গতকাল সেগুনবাগিচা এনবিআর প্রাঙ্গণে ‘জাতীয় ভ্যাট দিবস’ ও ‘ভ্যাট সপ্তাহ ২০১৬’ উদ্বোধন করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এর উদ্বোধন করেন। তিনি বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ায় করদাতারা নভেম্বরে আয়কর দেয়ার রেকর্ড সৃষ্টি করেছেন। পরিবেশ উন্নত হলে আয়কর, ভ্যাট, শুল্ক সব ক্ষেত্রে প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে কর্মকর্তাদের আরো আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন।

তিনি কর্মকর্তাদের কেবল পোশাকে নয় সৌজন্যমূলক ব্যবহার করার পরামর্শ দেন।
ঢাকা ছাড়া সব বিভাগীয় শহরেও ‘জাতীয় ভ্যাট দিবসের’ বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।এ ছাড়া ভ্যাট সচেতনতা তৈরিতে মোবাইলে খুদে বার্তা (এসএমএস) দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer